ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়
১৭৮ রানে অলআউট বাংলাদেশ নারী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৫৮, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৫৯, ৭ অক্টোবর ২০২৫
ইংল্যান্ডের কোয়ালিটি বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গুয়াহাটিতে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রানে অলআউট হয়েছে নিগার সুলতানার দল।
টপ অর্ডার ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে আগের ম্যাচে পাকিস্তানকে সহজে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু আজ ব্যর্থ হয়েছে প্রায় সবাই। এক প্রান্ত আগলে রেখে ফিফটি করেছেন তরুণ ব্যাটার সুবহানা মুস্তারি, যিনি নিজের অভিষেক ওয়ানডেতে ১০৮ বলে করেছেন ৬০ রান। শেষদিকে রাবেয়া খান ঝোড়ো ব্যাটিংয়ে ২৭ বলে অপরাজিত ৪৩ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক আজ ব্যর্থ (৯ বলে ৪ রান) হলেও অপর ওপেনার শারমিন আক্তার ৬ চারে ৫২ বলে ৩০ রান করে কিছুটা আশা জাগান। কিন্তু অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শূন্য রানে ফেরায় দল চাপে পড়ে। পরের ব্যাটার স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
শেষ পর্যন্ত রাবেয়ার ৬ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসেই বাংলাদেশ পায় ১৭৮ রানের সংগ্রহ। বোলার-বান্ধব উইকেটে এই রান ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে যথেষ্ট হবে কি না, সেটাই এখন প্রশ্ন।
