রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

শহিদুল আলমের মুক্তির দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৭, ৮ অক্টোবর ২০২৫

শহিদুল আলমের মুক্তির দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ

ফিলিস্তিনমুখী ফ্রিডম ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন। সংগঠনের রাজনৈতিক পরিষদের সদস্য এবং বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, “শহিদুল আলমের মুক্তির জন্য আমাদেরকে এখনই সোচ্চার হতে হবে। আমরা জানি না, ফ্লোটিলায় থাকা কর্মীদের কোথায় এবং কীভাবে আটক রাখা হয়েছে। তাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের মুক্তির জন্য সর্বোচ্চ ভূমিকা নিতে হবে।”

আজ বুধবার বিকেলে ঢাকার ইস্কাটনের বিয়ামের গলির মাঠে আয়োজিত এই সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাসলিমা আখতার বলেন, “গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যায় ইতিমধ্যে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০ হাজারেরও বেশি শিশু মারা গেছে। লক্ষাধিক মানুষ গৃহহীন। এই সময়ে শহিদুল আলম ও রুহি লোরেনের মতো মানবতার কণ্ঠস্বরেরা গ্লোবাল ফ্লোটিলা নিয়ে ফিলিস্তিনে যাচ্ছিলেন—তাদের অপহরণ মানবতার বিরুদ্ধে অপরাধ।”

তিনি আরও বলেন, “এর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার শহিদুল আলমকে কারারুদ্ধ করে নির্যাতন করেছিল। এবার ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়ানোর অপরাধে তিনি ইসরায়েলের বন্দি। তার মুক্তির দাবি আজ বাংলাদেশের প্রতিটি বিবেকবান নাগরিকের দাবি।”

তাসলিমা আখতার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর ভণ্ডামির সমালোচনা করে বলেন, “তারা ভান করছে যে যুদ্ধ থামাতে চায়, অথচ বাস্তবে তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিকে দমন করছে। ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলা আজ মানবতার দায়িত্ব।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, যিনি বলেন, “সারা পৃথিবীর মানুষ ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে। শহিদুল আলমের প্রতিবাদ আমাদের অনুপ্রেরণা।”

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের শিক্ষক নাসিমা, সমগীতের সাবেক সভাপতি রেবেকা নীলা, প্রতিবেশ আন্দোলনের আবদুল্লাহ নাদভী, গণসংহতি আন্দোলনের নেতা সাইফুল্লাহ সিদ্দিক রুমন, আমিনুল ইসলাম, আবদুল কাদের, লুতফুন্নাহার সুমনা, আশরাফুল আলম সোহেল, গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইন, এবং অন্যান্য নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শেষে সমাবেশ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে ইস্কাটন-মগবাজার এলাকা প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দেখে নিন ২০২৬ সালে ব্যাংকে ছুটির তালিকা
আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন: কাদের সিদ্দিকী
ইসির সংলাপের তালিকায় পরিবর্তন
রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর
জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড