‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কার অর্জনে তুলিকে অভিনন্দন ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৪, ৭ ডিসেম্বর ২০২৫
‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কার অর্জনে তুলিকে অভিনন্দন ফখরুলের / কোলাজ ছবি
মানবাধিকার সুরক্ষা ও গুম প্রতিরোধে অবদানের স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডসের ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৭ ডিসেম্বর) মির্জা ফখরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনন্দন জানান।
তুলিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, “নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য সানজিদা ইসলাম তুলি’র মনোনীত হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মানবাধিকার এবং বিশেষ করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য তুলি’র কাজের স্বীকৃতি অনন্য ও তাৎপর্যময়। এটি দেশের অনেক পরিবারের মুখোমুখি হওয়া কঠিন সংগ্রামের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “এই পুরস্কারপ্রাপ্তি ন্যায়বিচারের দাবির সঙ্গে বিশ্ববাসী উৎসাহিত হবে নি:সন্দেহে। আমি সানজিদা ইসলাম তুলিকে তার কাজের স্বীকৃতি ও পুরস্কারের জন্য প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”
উল্লেখ্য, নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে প্রতি বছর বিশ্বের নানা প্রান্তে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে এই আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের নিয়ে ‘মায়ের ডাক’ সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তুলি। তার ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখনো তার খোঁজ পাওয়া যায়নি।
