সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

বাড়তে পারে সার কারখানায় গ্যাসের দাম 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৩৪, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:০৮, ২১ নভেম্বর ২০২৫

বাড়তে পারে সার কারখানায় গ্যাসের দাম 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ছবি: সংগৃহীত

পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো গত ৬ অক্টোবর গণশুনানিতে সার কারখানায় প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ থেকে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। এরপর প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা নির্ধারণের কথা জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।

এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বিইআরসি রবিবার বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানেই জানা যাবে গ্যাসের দাম বাড়ছে কিনা।

গণশুনানির সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম নির্ধারণে সব দিক বিবেচনা করে ভারসাম্য বজায় রাখা হবে।

তিনি আরও বলেন, দাম বৃদ্ধি হলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত হবে। কৃষিকে অবশ্যই বিবেচনায় নিতে হবে, কারণ খাদ্যের নিরাপত্তা ও কর্মসংস্থান গুরুত্বপূর্ণ। এছাড়া এলএনজি আমদানির খরচও বিবেচনায় রাখা হবে।

পেট্রোবাংলা জানায়, দাম বাড়ানো হলে বাড়তি ৭ কার্গো এলএনজি আমদানি করে সারে সরবরাহ নিশ্চিত করা হবে। অক্টোবর-মার্চে ২৫০ মিলিয়ন ঘনফুট পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ দেওয়া হবে। এপ্রিল-মে ১৬৫ মিলিয়ন, জুনে ১৭৫ মিলিয়ন এবং জুলাই-সেপ্টেম্বরে ১৩০ মিলিয়ন হারে গ্যাস সরবরাহ করা হবে।

গণশুনানিতে বিসিআইসির পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ২০২২ সালে একইভাবে গ্যাস সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও, বাস্তবে সরবরাহ কম ছিল। তবে পূর্ণমাত্রায় গ্যাস পাওয়া গেলে বছরে ২০ লাখ টনের বেশি সার উৎপাদন সম্ভব হবে। ২০ লাখ টন উৎপাদন হলে গ্যাসের দাম ৩০ টাকায় হলেও আমদানির তুলনায় সারের উৎপাদন খরচ কম হবে।

বর্তমানে প্রতি কেজি ইউরিয়া সারের উৎপাদনে খরচ পড়ছে প্রায় ৩৮ টাকা। বাজারে বিক্রি হচ্ছে ২৭ টাকায়, বিসিআইসি ডিলারদের কাছে ২৫ টাকায়। এতে প্রতি কেজিতে ১৩ টাকার ট্রেড গ্যাপ ভর্তুকি দেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সাতপাকে বাঁধা পড়লেন সামান্থা-রাজ নিদিমরু
মেয়ে সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান
১ ডিসেম্বর ১৯৭১: কালীগঞ্জ গণহত্যায় শহীদ হন ১৩৬ নিরীহ মানুষ
‘দেশ স্বাধীন করলেও চৌকিদারের কাছেও দাম পাই না’
বিকেএসপির প্রথম থিম সং, ‘এসো স্বদেশের পতাকা উড়াই’
স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি কত
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা
ইসি চাইলে ভোটার হতে পারবেন তারেক রহমান
জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট
অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: পরিবেশ উপদেষ্টা
চকবাজার ও মোহাম্মদপুরের ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪
চকবাজারের আবাসিক ভবনে আগুন