রিজভীর পা ছুঁয়ে সালাম করা পুলিশ সদস্য প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪০, ৮ নভেম্বর ২০২৫
রিজভীকে সালঅম করছেন পুলিস সদস্য , ছবি : ভিডিও থেকে নেয়া
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্যকে অবশেষে প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযুক্ত ওই সদস্যের নাম সার্জেন্ট মো. আরিফুল ইসলাম, যিনি ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত ছিলেন।
শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশে বলা হয়েছে, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর
বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে ডিএমপি সদরদপ্তরের (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজড) করা হলো।”
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস বলেন, “সার্জেন্ট আরিফুলকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে।”
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীতে বিএনপির একটি কর্মসূচি শেষে রিজভী আহমেদ গাড়িতে উঠতে গেলে সার্জেন্ট আরিফুল ইসলাম এগিয়ে এসে তার পা ছুঁয়ে সালাম করেন। ওই দৃশ্যের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের অভ্যন্তরে এ নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, ঘটনার পর প্রাথমিকভাবে এটি ‘শৃঙ্খলাভঙ্গজনিত আচরণ’ হিসেবে গণ্য করা হয়েছে।
