ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫, ১৪ অক্টোবর ২০২৫

ঢাকায় মার্কিন দূতাবাসকে ঘিরে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। ১৩ অক্টোবর দিবাগত রাত থেকে বিশেষ প্রশিক্ষিত সোয়াট টিম অবস্থান নিয়েছে দূতাবাস প্রাঙ্গণ ও আশপাশে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দূতাবাসের অনুরোধেই এই বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা হুমকির বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও ঝুঁকি বিবেচনায় সোয়াট দল সেখানে অবস্থান করছে।
রাত সাড়ে ৯টার দিকে সোয়াট সদস্যরা বারিধারার দূতাবাস এলাকায় মোতায়েন হয় বলে আরেক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
এ বিষয়ে কূটনৈতিক নিরাপত্তা বিভাগ থেকে তেমন কিছু বলা হয়নি। তবে বিষয়টি সম্পর্কে পরে বিস্তারিত জানানোর কথা বলা হয়। অন্যদিকে মার্কিন দূতাবাস থেকেও এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।