বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

চলে গেলেন ‘জেমস বন্ড’ খ্যাত নির্মাতা লি তামাহরি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১:১৯, ৯ নভেম্বর ২০২৫

চলে গেলেন ‘জেমস বন্ড’ খ্যাত নির্মাতা লি তামাহরি

‘জেমস বন্ড’ খ্যাত নিউজিল্যান্ডের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা লি তামাহরি। ছবি: এসবিএস

‘জেমস বন্ড’ খ্যাত নিউজিল্যান্ডের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা লি তামাহরি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৭৫ বছর বয়সি তামাহরি বৃহস্পতিবার (৬নভেম্বর) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রেডিও নিউজিল্যান্ডকে তামাহরির পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন এই বরেণ্য নির্মাতা। এক বিবৃতিতে পরিবার জানিয়েছে, ‘কারিশম্যাটিক ও অসাধারণ সৃষ্টিশীল এই মানুষটি মাওরি শিল্পীদের পর্দায় এবং পর্দার বাইরেও সম্মান এবং মর্যাদার সঙ্গে তুলে ধরেছেন। তাকে হারানো চলচ্চিত্রজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ১৯৫০ সালে জন্ম নেওয়া লি তামাহরি ছিলেন মাওরি ও ব্রিটিশ বংশোদ্ভূত। ৭০-এর দশকে তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চলচ্চিত্রশিল্পে কাজ শুরু করেন। শুরুতে যুক্ত ছিলেন জিওফ মারফির একাধিক সিনেমায় টেকনিশিয়ান হিসেবে। এরপর নাগিসা ওশিমার আন্তর্জাতিক প্রযোজনা ‘মেরি ক্রিসমাস, মি. লরেন্স’-এ প্রথম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করেন।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে ব্যাপক পরিচিতি পান তিনি। অকল্যান্ডের এক মাওরি পরিবারের সংগ্রাম, সহিংসতা এবং টিকে থাকার গল্প নিয়ে নির্মিত সেই ছবিটি মুক্তির পর নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হয়। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা পান।

নিজ দেশে সফলতা পাবার পর হলিউডে কাজের সুযোগ পান তামাহরি। নিক নল্টে ও চাজ প্যালমিন্টেরি অভিনীত পিরিয়ড নোয়ার ঘরানার ‘মালহোল্যান্ড ফলস’ পরিচালনা করেন তিনি। তবে, তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কাজ ২০০২ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ছবি ‘ডাই অ্যানাদার ডে’। বক্স অফিসে ছবিটি ব্যাপক সাফল্য পায় এবং তামাহরিকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি।

চলচ্চিত্রপ্রেমীদের মন্তব্য, লি তামাহরি ছিলেন এমন এক নির্মাতা, যিনি স্থানীয় সংস্কৃতি থেকে শুরু করে বিশ্ব সিনেমার মূলধারায় নিজের স্বাক্ষর রেখে গেছেন অনন্য এক শৈলীতে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

লালদিয়া ও পানগাঁওয়ে বিনিয়োগকারীরা পাবেন ১০ বছর করমুক্ত সুবিধা
নারী–শিশু সুরক্ষায় সরাসরি মাঠে কাজ করতে চান মহিলা ও শিশু উপদেষ্টা
এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার
৩০ নভেম্বর থেকে ৭ বিভাগে ৮ দলের সমাবেশ
বিএনপির প্রার্থী বদলের দাবীতে আখাউড়ায় কাফনের কাপড় পড়ে মশাল মিছিল
শততম টেস্টে মুশফিককে পন্টিং–করুনারত্নের অভিনন্দন
বার্সেলোনার প্রেসিডেন্ট হলে প্রথম মেসিকে ফোন দেবেন ফন্ট
হিউ জ্যাকম্যান–ডেবোরার সম্পর্কে এগোচ্ছে ‘অ্যামিকেবল’ সমাধান
কাবাডি বিশ্বকাপে ভারতের কাছে হারল বাংলাদেশ নারী দল
বায়োপিকে মাইলস টেলারের কাস্টিং নিয়ে ক্ষোভ জ্যাকসন কণ্যার
১৮তম নিবন্ধিত শিক্ষকদের জন্য আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি
বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত
পল্লবী থানার সামনে ৩ ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত ৩
কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা, বাতিল হতে পারে অনুমতি
ঢাকায় জনবল নিয়োগ দিচ্ছে বিকাশ
সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ
জে-লো–বেন অ্যাফ্লেককে নিয়ে ‘বেনিফার ৩.০’
১২০০ কোটি টাকার সাম্রাজ্যের পর ২ নতুন বাড়ি কিনলেন সাইফ
গণভোট আয়োজনের আগে প্রয়োজন আইন: সিইসি
শূকরের পর এবার সাংবাদিকদের বিপজ্জনক বললেন ট্রাম্প