রূপগঞ্জে বিএনপির প্রার্থী দিপু ভুঁইয়ার নেতৃত্বে গণমিছিলে জনস্রোত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮:২০, ৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৫৪, ১০ নভেম্বর ২০২৫
রূপগঞ্জে বিএনপির প্রার্থী দিপু ভুঁইয়ার নেতৃত্বে গণমিছিলে জনস্রোত। ছবি: সমাজকাল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার নেতৃত্বে গণমিছিলে জনস্রোত নেমে আসে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে ভুলতা–গোলাকান্দাইল ফ্লাইওভার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে আয়োজিত এই গণমিছিলে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় ও অঙ্গ সংগঠনের নেতারা।
এছাড়া জেলা ও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতারাও বিপুল সংখ্যায় অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক খান, সাবেক ভিপি তারেক হাসান, তারাব পৌর বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব প্রমুখ।
গণমিছিলে দিপু ভুঁইয়া বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু আমাকে নয়, রূপগঞ্জবাসীকেই নমিনেশন দিয়েছেন। রূপগঞ্জবাসী আমাকে ভালোবাসে—এই ভালোবাসার প্রতিদান আমি উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই। ভোটে নির্বাচিত হলে রূপগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিএনপি জনগণের দল, জনগণের অধিকার আদায়ের দল।
