শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশ ডাকলেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:২৭, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৩৮, ৮ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশ ডাকলেন আনোয়ার ইব্রাহিম

ছবি : স্পুটনিক আফ্রিকা থেকে নেয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশজুড়ে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামীকাল (মঙ্গলবার) রাত ৮টায় কুয়ালালামপুরের বুকিত জলিলের অক্সিয়াটা এরিনায় অনুষ্ঠিত হবে বৃহৎ গণসমাবেশ—‘হিমপুনান সলিডারিটি বারসামা গাজা’।

দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, ফেসবুকে প্রকাশিত এক আবেগঘন বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, এই সমাবেশের লক্ষ্য হলো ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি জাতীয় সংহতি জোরদার করা এবং সম্প্রতি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে অংশ নেওয়া ২৩ জন মালয়েশিয়ান মানবিককর্মীর সাহসিকতাকে সম্মান জানানো।

“আসুন আমরা এক কণ্ঠে, কাঁধে কাঁধ মিলিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা, মর্যাদা ও সার্বভৌমত্বের দাবিতে দাঁড়াই,” লিখেছেন আনোয়ার। তিনি আরও বলেন, “প্রতিটি মালয়েশিয়ানের হৃদয়ে ন্যায়বিচার ও শান্তির চেতনা গভীরভাবে প্রোথিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের অন্তরে বৈশ্বিক ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। ইনশাআল্লাহ, কাল রাতেই দেখা হবে।”

এর আগে ছিন্তা গাজা মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও জিএসএফ অংশগ্রহণকারী মুহাম্মাদ নাদির আল-নুরি কামারুজ্জামান জানিয়েছেন, তারা আজ রাত ১০টায় ইস্তাম্বুল থেকে দেশে ফিরবেন এবং পরদিন অক্সিয়াটা এরিনার সমাবেশে যোগ দেবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভূমধ্যসাগরের আর৩ রেড জোনে মানবিক মিশনে থাকা ২৩ জন মালয়েশিয়ানকে ইসরায়েলি বাহিনী আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায়। পরে মুক্তি দিয়ে মালয়েশিয়ার সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রামন বিমানবন্দর থেকে তাদের রওনা করানো হয়। রাত ৮টা ৪০ মিনিটে তারা ইস্তাম্বুলে পৌঁছান।

উদ্ধারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জনপ্রিয় গায়িকা হেলিজা হেলমি ও তার বোন নুর হাজওয়ানি আফিকা, ফারাহ লি, দানিশ নজরান মুরাদ, জিজি কিরানা, মুসা নুয়াইরি, আইলিয়া বালকিস, সুল আইদিল, হাইকাল আবদুল্লাহ, মুয়াজ যায়নাল, জুলফাধলি খিরুদ্দিন, রুশদি রামলি, রাজালি আওয়াং, প্রভাবশালী ব্যক্তিত্ব আরডেল আরিয়ানা (নুরুল হিদায়া মোহাম্মদ আমিন), পিইউ রাহমাত, নরহেলমি আব গনি, মোহদ আসমাওয়ি মুখতার, নোরাজমান ইসহাক, জায়নাল রাশিদ, উস্তাজ মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ হারিজ আদজরামি (হারোকস), মুহাম্মদ হাইকাল লুকমান জুলকেফলি এবং তৌফিক মোহদ রাজিফ।

৪৫টি দেশের ৫০০-রও বেশি মানবিক কর্মীকে নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনগাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, যাতে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া যায়।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন