নোয়াখালী-৪ আসনে সিপিবি থেকে মনোনয়ন নিলেন হাবীব ইমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১৯, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৫৩, ২৪ নভেম্বর ২০২৫
বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম মেম্বার হাবীব ইমন। ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পক্ষে ফরম তুলেছেন বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম মেম্বার হাবীব ইমন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে পার্টির নির্বাচনী দপ্তর থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম গ্রহণের সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব ইউনিয়নের শীর্ষস্থানীয় সংগঠকরা এবং নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কর্মী–সমর্থকরা।
হাবীব ইমনের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত
হাবীব ইমন নোয়াখালীর মাইজদী শহরে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং উচ্চশিক্ষা অর্জন করেন গ্রিণ ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন থেকে।
তিনি বাংলাদেশ যুব ইউনিয়নে সাংগঠনিক ভূমিকা পালন করতে করতে প্রেসিডিয়াম মেম্বার হন। এর আগে সংগঠনটির ঢাকা মহানগরের সভাপতি ছিলেন।
পেশাগত জীবনে তিনি একজন লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে শ্রমিক অধিকার, বৈষম্যবিরোধী আন্দোলন, পরিবেশ সংকট ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতি নিয়ে নিয়মিত প্রবন্ধ লিখে আলোচনায় আসেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে তার রাজনৈতিক কলাম প্রকাশিত হয় নিয়মিত।
হাবীব ইমন নোয়াখালী–৪ আসনের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা—চাকরি, শিক্ষা, নদীভাঙন, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান—নিয়ে মাঠে–ময়দানে কাজ করে আসছেন। তরুণ সমাজকে সংগঠিত করা এবং এলাকার সামাজিক সমস্যা সমাধানে তার ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপকভাবে আলোচিত।
আগামী নির্বাচনে তিনি সিপিবির মনোনয়ন পেলে শ্রমিক–কৃষক–মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠাকে প্রাধান্য দিয়ে একটি বিকল্প রাজনীতি গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান৷ হাবীব ইমন নোয়াখালীকে একটি আধুনিক, নিরাপদ, মানবিক, সবুজ ও সংস্কৃতিময় তারুণ্যের নগর হিসেবে গড়ে তুলতে চান।
