সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়নে হাসনা মওদুদের হতাশা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২২, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২৮, ২৩ নভেম্বর ২০২৫

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়নে হাসনা মওদুদের হতাশা 

হাসনা জসীমউদ্দিন মওদুদ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত ১ নম্বর সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসীমউদ্দিন মওদুদ সম্প্রতি নোয়াখালী-৫ আসনে ফখরুল ইসলামকে বিএনপি মনোনয়ন দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি বিবৃতিও ছড়িয়ে পড়েছে। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সমাজকালকে এ বিষয়ে নিশ্চিত করেন।

হাসনা মওদুদ জানান, এই বিতর্কিত মনোনয়ন পরিবর্তনের কোনো চিহ্ন না থাকায় তিনি একজন মুক্তিযোদ্ধার পরিবার এবং সমর্থক হিসেবে নিজের অনুভূতি প্রকাশ না করে থাকতে পারেননি। 

তিনি বলেন, “শহীদ জিয়া একজন মুক্তিযোদ্ধা যিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, এবং বেগম জিয়া আমাদের গণতন্ত্র দিয়েছেন। মওদুদ নিজেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।”

ফেসবুকে ছড়িয়ে পড়া বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, “বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার মওদুদ আহমেদের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫। আমি এই আসনে দুইবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। সেই পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিএনপি পার্টি কর্তৃক মনোনীত ফখরুল ইসলামকে এই আসনে মনোনয়ন দেওয়ায় আমি চরমভাবে হতাশ। তিনি নিজেই স্বীকার করেছেন যে, তিনি শিবির ও জামায়াত থেকে এসেছেন। এই কারণে নোয়াখালী-৫ আসনে বিক্ষোভ চলছে।”
তিনি এখনো পার্টির উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, হাসনা মওদুদ নিজেও রাজনৈতিকভাবে সক্রিয়। ১৯৮০ থেকে ১৯৯৯ সালের মধ্যে তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে দুইবার নির্বাচিত হয়েছেন। তার পিতা ছিলেন প্রখ্যাত পল্লীকবি জসীম উদ্দীন। 

হাসনা মওদুদ লেখক ও পরিবেশবাদী হিসেবেও পরিচিত। মিত্তাল ইনস্টিটিউট রিসার্চ এফিলিয়েট এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এশিয়া সেন্টারের প্রাক্তন জ্যেষ্ঠ ফেলো হিসেবে তার সক্রিয়তা রয়েছে। ২০১৭ সালে তার লেখা মিস্টিক পয়েট্রি অব বাংলাদেশ (চর্যাপদের ইংরেজি অনুবাদ) এবং মহিলা বিধি: দক্ষিণ এশিয়া প্রকাশিত হয়েছে।

এদিকে, মনোনীত প্রার্থী ফখরুল ইসলামকে পরিবর্তনের দাবিতে বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরীর সমর্থকরা নোয়াখালী-৫ আসনে কয়েক দফা বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করেছেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই এই বিরোধ অব্যাহত রয়েছে। গত বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার কবিরহাট বাজারে তার সমর্থকেরা কাফনের কাপড় পরে  বিক্ষোভ মিছিল করেন।

বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী বলেন, “আমি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দল করতে গিয়ে হামলা, মামলা, জেল–জুলুম সবই সহ্য করেছি। কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার বিএনপির জন্য কোনো অবদান নেই। সে কারণেই নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে কর্মসূচি করেছেন।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু