রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

বাস্তবায়ন আদেশের খসড়া দেখে জুলাই সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত: আখতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৮, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:০৩, ২৬ অক্টোবর ২০২৫

বাস্তবায়ন আদেশের খসড়া দেখে জুলাই সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত: আখতার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া দেখে সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেছেন, ‘আমরা প্রত্যাশা করি, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে খসড়া প্রস্তুত করছে, সেটা তারা আমাদের সঙ্গে শেয়ার করবেন। এতে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে জুলাই সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হবে এনসিপি।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘জুলাই সনদের জন্য কমিশন যে খসড়া করেছে তা যেন কোনোভাবেই কোনো এক দলের পক্ষপাতিত্বমূলক না হয়। এই খসড়া যেন জাতির সবার একটা সম্পদ হতে পারে, সেটাই নিশ্চিত করতে চাই।’

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সদস্য সচিব আখতার হোসেন এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। সকাল সোয়া ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই বৈঠক চলে।

বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার প্রমুখ।

এনসিপির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে। এনসিপি এটিকে অগ্রগতি হিসেবে দেখছে। কিন্তু এই আদেশের মূল বক্তব্য কী, সে বিষয়গুলো ঐকমত্য কমিশন জানায়নি। ফলে এনসিপি এখনো আশাবাদী হতে পারছে না।

জুলাই সনদের যতটুকুতে এনসিপি একমত হতে পেরেছে সেটাও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বড় ধরনের অগ্রগতি সাধন করবে বলে মনে করেন আখতার হোসেন। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নিলেও যতটুকু অর্জন সেটাকেও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাইলে পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে।

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলমান থাকবে জানিয়ে এনসিপির এই নেতা বলেন, সে হিসেবেই ঐকমত্য কমিশন এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে আজকে একটি দ্বিপক্ষীয় আলোচনা অনানুষ্ঠানিকভাবেই অনুষ্ঠিত হয়েছে।

অনেক রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে মন্তব্য করেন আখতার হোসেন। তিনি বলেন, একদল জুলাই সনদ স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে। আরেকটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এ অবস্থায় এনসিপি মনে করে, জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবল এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন