‘হাসিনাকে নিয়ে আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে’: রাশেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৭, ৯ অক্টোবর ২০২৫
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন অভিযোগ করেছেন, তার সাম্প্রতিক এক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
রাশেদ খাঁন লিখেছেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এমনকি কেউ কেউ বলছে, আমরাও নাকি হাসিনার উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করছি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”
তিনি আরও লেখেন, “আমার বক্তব্যের মূল অর্থ ছিল— শেখ হাসিনা চান আমাদের মধ্যে বিভাজন ঘটুক, আর আমরা নিজেরাই সেই পথে হাঁটছি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বক্তব্যের অংশ কেটে বাদ দেওয়া হয়েছে, ফলে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে। কিছু টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্ম ফটোকার্ড বা ভিডিও আকারে এটি প্রচার করেছে, যার ফলে বক্তব্যের সারাংশ বিকৃত হয়েছে।”
এর আগে, বুধবার রাশেদ খাঁনের একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়— শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছেন। পরে রাশেদ স্পষ্ট করে জানান, তিনি ওই বক্তব্য দিয়েছেন গুজব ও অপপ্রচারের প্রেক্ষাপটে সতর্কতা হিসেবে, কোনো প্রমাণ বা ব্যক্তিগত অভিযোগ হিসেবে নয়।
তিনি জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “আমার বক্তব্যের বিকৃতি গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় আমি দুঃখিত। সঠিক প্রেক্ষাপটে বিষয়টি তুলে ধরলেই বোঝা যেত, আমি বিভাজন নয়, ঐক্যের পক্ষে।”
