নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের প্রস্তাব বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৫, ৫ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় নির্বাচনের দিনেই আলাদা ব্যালটে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে বিএনপি।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় আমরা প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটি সুপারিশ পাঠানো হবে। সেই ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।”
বিএনপি নেতা আরও বলেন, “আমরা প্রস্তাব দিয়েছি জাতীয় নির্বাচনের দিনেই আলাদা ব্যালটে গণভোট নেওয়ার। যাতে জনগণ স্পষ্টভাবে জানাতে পারে তারা জুলাই সনদের পক্ষে নাকি বিপক্ষে। এতে জনগণের অভিমত সরাসরি প্রতিফলিত হবে।”
সালাহ উদ্দিন আহমেদ মনে করেন, “গণভোটের মাধ্যমে জনগণ যদি এই সনদের পক্ষে রায় দেয়, তাহলে আগামী সংসদের সব সদস্য তার বাস্তবায়নে বাধ্য থাকবেন। এজন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নেই।”
তিনি আরো বলেন, আমরা রাজনৈতিক দলগুলো মিলে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। কিন্তু জনগণের প্রতিনিধিত্বের প্রশ্নে তাদের মতামত নেওয়াটাই হবে গণতান্ত্রিক পদক্ষেপ।”
ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহ এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।