সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

জাতীয় গ্রিডে বাড়ল ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০:১৬, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৩:০৫, ৪ ডিসেম্বর ২০২৫

জাতীয় গ্রিডে বাড়ল ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতায় হবিগঞ্জ-৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শেষ হওয়ার পর জাতীয় গ্রিডে অতিরিক্ত আরও ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে কূপটি থেকে ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, প্রকল্প পরিচালক ইসমাইল মোল্লা, বাপেক্স ও গ্যাস ফিল্ডস কোম্পানির অন্যান্য কর্মকর্তারা।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালে খনন হওয়া হবিগঞ্জ-৫ নম্বর কূপ থেকে বহুদিন ধরে দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছিল। কিন্তু চাপ কমে যাওয়ায় উৎপাদনও কমতে থাকে। পরে তিতাস, হবিগঞ্জ ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রের সাতটি কূপে ওয়ার্কওভার করার জন্য ৫২০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে বিজিএফসিএল। এর অংশ হিসেবে হবিগঞ্জ-৫ নম্বর কূপে ৭৫ কোটি টাকা ব্যয়ে বাপেক্স গত ২৪ নভেম্বর কাজ শুরু করে এবং ২৭ নভেম্বর কাজ শেষ হয়।

হবিগঞ্জ গ্যাসক্ষেত্রে ১১টি কূপ রয়েছে, যার মধ্যে বর্তমানে ৭টি কূপ সচল অবস্থায় আছে। এসব কূপ থেকে প্রতিদিন ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে নতুন গ্যাস সম্ভাবনা চিহ্নিত করা হচ্ছে এবং দ্রুত খনন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, “২০২৫–২৬ সালের মধ্যে ৫০টি কূপ খনন শেষ করা হবে। হবিগঞ্জ-৫ কূপটি সেই প্রকল্পের অংশ।”

ইতোমধ্যে ২১টি কূপের কাজ শেষ হয়েছে এবং আরও ২৯টির কাজ চলমান। চলতি মাসের মধ্যেই আরও চারটি কূপের কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ ছাড়া ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ১০০টি নতুন কূপ খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুরোনো কূপগুলোর ওয়ার্কওভারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর কার্যক্রমও চলছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি