গাজীপুরে ভূমিকম্পে তাড়াহুড়ায় বেরোতে গিয়ে আহত অন্তত ৪০০
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২:৫১, ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে গাজীপুরে আতঙ্কে ভবন থেকে বের হতে গিয়ে অন্তত ৪০০ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে গাজীপুরে আতঙ্কে ভবন থেকে বের হতে গিয়ে অন্তত ৪০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে প্রশাসন।
শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী—যা গাজীপুরের সন্নিহিত জেলা। ফলে গাজীপুরেও তীব্র কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে ঘরবাড়ি, অফিস ও কারখানা ছেড়ে মানুষ রাস্তায় বেরিয়ে আসে।
আহতের সংখ্যা ও চিকিৎসা
গাজীপুরের সিভিল সার্জন মো. মামুনুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ৪০০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে—৮৬ জন হাসপাতালে ভর্তি, ৯৭ জন ছোটখাটো আঘাত নিয়ে চিকিৎসা নিয়েছেন, টঙ্গীতে চিকিৎসা নিয়েছেন ৯০ জন, ৪৩ জনকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া ও গাজীপুর সদরের বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা চলমান রয়েছে।
কারখানায় অধিকাংশ আহত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গাজীপুর চৌরাস্তা এলাকার হাসান তানভীর গার্মেন্টসে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শ্রীপুরের ডেনিম্যাক গার্মেন্টসে আরও শতাধিক শ্রমিক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
জেলা প্রশাসনের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাসেম বিল্লাহ জানান, ভূমিকম্প-পরবর্তী তথ্য সংগ্রহ ও নাগরিক সেবা প্রদানের জন্য জেলা প্রশাসনে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের তথ্য :
স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা শাখা (কক্ষ নং ১০৫)
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: মো. আওলাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা
সহযোগী: সানজিদা আক্তার, উচ্চমান সহকারী, দুর্যোগ ব্যবস্থাপনা শাখা
টেলিফোন: ০২-২২৪৪২৩১৭৬
মোবাইল: ০১৭০০৭১৬৬৭৯, ০১৬২০২৮৪১৬৪
ইমেইল: drrogazipur@ddm.gov.bd
জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, “জরুরি সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগ একযোগে কাজ করছে। হালনাগাদ তথ্য নিয়মিত জানানো হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাসেম বিল্লাহ আরও বলেন, “নাগরিক সেবা, নিরাপত্তা, ক্ষয়ক্ষতি যাচাই—সব প্রক্রিয়া জরুরি গতিতে চলছে। যে কোনো তথ্যের জন্য নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে হবে।”
পুলিশের সতর্ক তৎপরতা
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, নগরের প্রতিটি ঝুঁকিপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের হাসপাতালে নিতে পুলিশ সহযোগিতা করছে।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “জেলায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে আতঙ্কে লোকজন আহত হয়েছে। উপজেলা পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।”
