শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ইউএনজিএতে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ইউএনজিএতে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে অধিবেশন শুরু হয়। তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

অধিবেশন শুরুর আগে ড. ইউনূস উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ও চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক করেন। পরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা অন্তত ১০টি কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সকাল সাড়ে ১০টায় তার বৈঠক রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের সঙ্গে। এরপর বেলা ১১টায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং ১১টা ৩০ মিনিটে নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করবেন তিনি। দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি যোগ দেবেন “ফ্যাশন ফর ডেভেলপমেন্ট (এফ৪ডি): ১৩তম বার্ষিক অফিশিয়াল ফার্স্ট লেডিস লাঞ্চন”-এ।
বিকাল ২টা ৪৫ মিনিটে তিনি অংশ নেবেন “সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন: সরকারি ও বেসরকারি খাতের নেতাদের বৈঠক” শীর্ষক আলোচনায়। আর সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত বিশেষ সংবর্ধনায় যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা সোমবার নিউইয়র্ক পৌঁছানোর পর প্রথম দিনেই একাধিক কূটনৈতিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেলজিয়ামের রাণী মথিল্ড। একই দিনে তিনি বৈঠক করেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে। এ ছাড়া বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

অধ্যাপক ইউনূসের এ সফর বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রত্যাশা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন