সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

বিডিআর বিদ্রোহ মামলায় মুক্তি পেলেন ৩৭ জন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১:৪২, ২৪ নভেম্বর ২০২৫

বিডিআর বিদ্রোহ মামলায় মুক্তি পেলেন ৩৭ জন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ৩৭ সদস্য। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তাদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়। এসময় দীর্ঘ কারাবাস শেষে স্বজনকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। কারা ফটকে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। 

গত বৃহস্পতিবার আদালত ৫৩ জনের জামিন মঞ্জুর করেন। সোমবার দুপুরে ওই ৩৭ জনের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই–বাছাই শেষে সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়।

কারাগার সূত্র জানায়, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ১ জন, কেন্দ্রীয় কারাগার পার্ট–১ থেকে ২ জন ও কেন্দ্রীয় কারাগার পার্ট–২ থেকে ৩২ জন মুক্তি পেয়েছেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, “জামিনের কাগজপত্র যাচাই শেষে একজন সাবেক বিডিআর সদস্যকে সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়েছে।”

কেন্দ্রীয় কারাগার পার্ট–১-এর জেল সুপার আবু নূর মো. রেজা বলেন, “আজ দুটি মুক্তি কার্যকর করা হয়েছে।”
পার্ট–২-এর জেল সুপার মো. আল মামুন জানান, “৩২ জনের জামিনপত্র যাচাই–বাছাই শেষে সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়েছে।”

মুক্তিপ্রাপ্তদের স্বজনরা কারা ফটকে অপেক্ষা করছিলেন দীর্ঘসময়। মুক্তি পেয়ে বাইরে আসার পর অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

সাবেক বিডিআর সদস্য আব্দুল্লাহ আল মামুনের বড় বোন কামরুন্নাহার বলেন, “ভাবতাম ভাইকে আর পাব না। আজ তাকে দেখে মনে হচ্ছে স্বপ্ন সত্য হলো। বাবার মৃত্যু আর মায়ের অসুস্থতার পেছনে ভাইয়ের দুঃশ্চিন্তা ছিল। এখন তাকে মায়ের কাছে তুলে দিতে পারলে স্বস্তি পাব।”

তিনি আরও বলেন, যারা এখনো কারাগারে আছেন তারাও যেন ন্যায়বিচার পান।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি) সদর দফতর ঢাকার পিলখানায় বিদ্রোহ হয়। সেদিন বিডিআরের কয়েক শ সদস্য পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালান। প্রায় দুই দিনব্যাপী চলা বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। পিলখানায় বিডিআরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনরত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও সেদিন নৃশংসতার শিকার হন।

পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়। হত্যার ঘটনায় করা মামলায় আসামি করা হয় ৮৫০ জনকে। দেশের বিচার বিভাগের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে এটিই সবচেয়ে বড় মামলা। 
বিচারিক আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর এই মামলার রায় দেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রায়ে খালাস পান ২৭৮ জন। রায় ঘোষণার আগে চার আসামি মারা যান।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা