এবার পাল্টা জবাব দেবের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৫

টলিউডের আলোচিত জুটি দেব–শুভশ্রী গাঙ্গুলির সম্পর্ক সবসময়ই মিডিয়ার খবরে জায়গা করে নেয়। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে দেবের এক মন্তব্য। একটি অনুষ্ঠানে তিনি শুভশ্রীকে ‘দুই বাচ্চার মা’ বলে সম্বোধন করেন। আর এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে শুভশ্রী প্রকাশ্যে প্রতিক্রিয়া দেন।
শুভশ্রী বলেন, ব্যক্তিগত জীবনের এমন বিষয় বারবার টেনে আনা একেবারেই অনুচিত। তিনি দেবের মন্তব্যে আক্ষেপ করে জানান, তার পেশাগত অবস্থানকে আড়াল করে শুধু মাতৃত্বকে সামনে আনার প্রবণতা শিল্পী হিসেবে তাকে আঘাত করেছে। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলে। ভক্তদের মধ্যে তৈরি হয় আলোচনা–সমালোচনা।
তবে এখানেই শেষ নয়। শুভশ্রীর ক্ষোভের জবাব হিসেবে দেব এবার এক সাক্ষাৎকারে জানালেন তার দৃষ্টিভঙ্গি। তিনি বলেন—
“যত বেশি ভালোবাসা, তত অভিমান। আমার মনে হয়, শুভশ্রী ভালোবাসা থেকেই মন্তব্যগুলো করেছে। নইলে এক ঘণ্টার সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বেশি বলেছে। এটা তো ভালোবাসা থাকলেই সম্ভব!”
দেবের এই মন্তব্যকে অনেকেই পাল্টা জবাব হিসেবে দেখছেন। তিনি আসলে ইঙ্গিত দিয়েছেন, সম্পর্কের ভেতরে ভালোবাসা থাকলেই অভিমান আসে। শুভশ্রী যে তাকে কেন্দ্র করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন, সেটিকেই দেব ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
শুভশ্রী গাঙ্গুলি ও দেব একসময় টলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটি ছিলেন। চ্যালেঞ্জ, পরান যায় জ্বলিয়া রে কিংবা রোমিওর মতো ছবিতে তাদের রসায়ন দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। তবে ব্যক্তিগত জীবনে দুজনের পথ আলাদা হয়ে গেলেও এখনো তাদের নাম একসঙ্গে উচ্চারিত হলে ভক্তদের আগ্রহ কমে না।
সম্প্রতি শুভশ্রী রাজ চক্রবর্তীকে বিয়ে করে সংসারী হয়েছেন, তাদের রয়েছে দুই সন্তান। অন্যদিকে দেব এখনো অবিবাহিত এবং রাজনীতির মঞ্চেও সক্রিয়। ব্যক্তিগত জীবন আলাদা হলেও বিনোদন দুনিয়ায় তারা দুজনই আলোচনার কেন্দ্রে থাকেন।
দেবের “দুই বাচ্চার মা” মন্তব্য ও তার জবাবের পাল্টা প্রতিক্রিয়া প্রমাণ করছে—অভিমান যতই থাকুক, শুভশ্রী ও দেবের সম্পর্ক এখনো দর্শক–ভক্তদের কাছে রোমাঞ্চকর এক আলোচনার বিষয়।