মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

| ১৪ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের ঘটনায় নারীপক্ষের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২০:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের ঘটনায় নারীপক্ষের নিন্দা ও প্রতিবাদ

ফাইল ছবি

খাগড়াছড়ির গুইমারি উপজেলায় এক মারমা কিশোরীর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার সংগঠন নারীপক্ষ। সংগঠনটি জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের নারীরা বারবার যৌন সহিংসতার শিকার হলেও ন্যায়বিচার এখনো অনিশ্চিত থেকে যাচ্ছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ রাতে গুইমারিতে এ ঘটনাটি ঘটে। তবে ৭২ ঘণ্টা অতিক্রম করলেও ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়নি। এ ঘটনার প্রতিবাদে যখন আন্দোলন শুরু হয়, তখন গুলি চালিয়ে তিন পাহাড়ি তরুণকে হত্যা করা হয়।

নারীপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনা শুধু একজন নারীর ওপর সহিংসতা নয়, বরং পুরো নারী সমাজ এবং পাহাড়ি জনগোষ্ঠীর ওপর জাতিগত নিপীড়নের ধারাবাহিকতারই অংশ। সংগঠনটি বলেছে, “আমরা খাগড়াছড়ির মারমা জনগোষ্ঠীসহ সব পাহাড়ি ও আদিবাসী সম্প্রদায়ের প্রতি সংহতি জানাচ্ছি। সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে পাহাড়ি নারীরা ন্যায়বিচার ও নিরাপত্তা পান।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে সামরিক প্রভাবের কারণে দীর্ঘদিন ধরেই পাহাড়ি জনগোষ্ঠী নিপীড়নের শিকার হচ্ছে। নারীপক্ষ দাবি জানিয়েছে—

পাহাড়ি নারীদের ওপর সহিংসতা বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ

বিচারপ্রক্রিয়ায় বিলম্ব রোধ

পাহাড়ি ও আদিবাসী জনগণের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্বশীল ভূমিকা

সামরিক প্রভাবমুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।


নারীপক্ষের ভাষ্যমতে, এ ধরনের ঘটনা বাংলাদেশে নারীর নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরে। সংগঠনটি জানিয়েছে, তারা ন্যায়বিচারের দাবিতে পাহাড়ি জনগণের পাশে রয়েছে এবং দেশের নারী আন্দোলনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন