২২ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা
সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে ২,৪১৫ টাকা বাড়ল
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২১:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২২:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হলো। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। এ দাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
সোনার নতুন দর
- ২২ ক্যারেট স্বর্ণ (ভরি): ১,৯৫,৩৮৪ টাকা
- ২১ ক্যারেট স্বর্ণ (ভরি): ১,৮৬,৪৯৬ টাকা
- ১৮ ক্যারেট স্বর্ণ (ভরি): ১,৫৯,৮৫৫ টাকা
- সনাতন পদ্ধতি (ভরি): ১,৩২,৭২৫ টাকা
এ ছাড়া গহনার বিক্রয়মূল্যে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর বাজুস ভরিতে ১,৮৯০ টাকা কমিয়েছিল, তখন ২২ ক্যারেটের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। আবার ২৩ সেপ্টেম্বর রাতে ভরিতে ৩,৬৬৩ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা সে সময় ছিল সর্বোচ্চ রেকর্ড। ২০২৫ সালে এ পর্যন্ত ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যেখানে ৪১ বার দাম বেড়েছে, আর কমেছে ১৮ বার।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দামে রেকর্ড হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে—
- ২২ ক্যারেট রুপা (ভরি): ৩,৬২৮ টাকা (ইতিহাসের সর্বোচ্চ)
- ২১ ক্যারেট রুপা (ভরি): ৩,৪৫৩ টাকা
- ১৮ ক্যারেট রুপা (ভরি): ২,৯৬৩ টাকা
- সনাতন পদ্ধতি রুপা (ভরি): ২,২২৮ টাকা