মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

| ১৪ আশ্বিন ১৪৩২

জয়ের জন্মদিনে একসঙ্গে শাকিব-অপু, পারিবারিক ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ২০:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

জয়ের জন্মদিনে একসঙ্গে শাকিব-অপু, পারিবারিক ভিডিও ভাইরাল

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিল। এ বিশেষ দিনটিকে ঘিরে আবারও একসঙ্গে ধরা দিলেন ঢালিউডের এই তারকা দম্পতি। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পারিবারিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, শাকিব-অপু তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে জয়ের জন্মদিন উদযাপন করছেন। বাবার কোলে বসে থাকা জয়কে সামনে রাখা জন্মদিনের কেকের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এ সময় মা অপু বিশ্বাস ছেলের হাতে কেক তুলে দেন এবং জয়কে দিয়ে শাকিব খানকে কেক খাওয়ানোর দৃশ্যও ধরা পড়ে ক্যামেরায়। হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়।

শুধু তাই নয়, শাকিবের পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিও ছিল এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে। ভিডিওটি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব-অপু ও জয়ের প্রতি ভক্তদের ভালোবাসার বন্যা বয়ে যায়।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ গোপনীয়তার পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের একমাত্র সন্তান জয়। তবে সন্তানের জন্ম প্রকাশ্যে আসার পর থেকেই শাকিব-অপুর সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং পরে তারা আলাদা হয়ে যান। তবুও সন্তানের টানে বিশেষ মুহূর্তে মাঝে মধ্যেই তাদের একসঙ্গে দেখা যায়।

এই জন্মদিনের ভিডিওও ভক্তদের মনে করিয়ে দিল, সম্পর্ক ভিন্ন পথে গেলেও সন্তানের কারণে শাকিব-অপু আজও পরিবার হিসেবে যুক্ত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন