মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

| ১৪ আশ্বিন ১৪৩২

রণবীরের আজ জন্মদিন,  আসছে বিগ বাজেটের অ্যাকশন মুভি

বিনোদন প্রতিবেদক 

প্রকাশ: ১৪:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রণবীরের আজ জন্মদিন,  আসছে বিগ বাজেটের অ্যাকশন মুভি

ভারতীয় সিনেমার আধুনিক প্রেমকাহিনির নায়ক ও বহুমুখী অভিনেতা রণবীর কাপুরের জন্মদিন আজ। ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম নেওয়া এই তারকা আজ ৪৩ বছরে পা দিলেন।

কাপুর পরিবারের উত্তরাধিকার বহন করে ২০০৭ সালে সঞ্জয় লীলা বনসালির সাওয়ারিয়া ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রণবীরের। প্রথম ছবিটি বাণিজ্যিক সাফল্য না পেলেও দর্শক ও সমালোচকের নজরে আসেন তিনি। এরপর ওয়েক আপ সিড, আজব প্রেম কি গজব কাহানি, রকস্টার, বরফি!, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, তামাশা এবং সাঞ্জু–এর মতো ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক প্রজন্মের সবচেয়ে ভার্সেটাইল অভিনেতা হিসেবে। বিশেষ করে বরফি! ছবিতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী চরিত্রে তার অভিনয় এখনো বলিউডের অন্যতম শ্রেষ্ঠ পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়।

রণবীরের রক্তেই সিনেমার ধারা—দাদা রাজ কাপুর, বাবা ঋষি কাপুর এবং মা নীতু সিং ছিলেন বলিউডের উজ্জ্বল নক্ষত্র। সেই উত্তরাধিকারকে আরও উজ্জ্বল করে তুলেছেন তিনি নিজের অভিনয় দক্ষতায়।

ব্যক্তিজীবনেও আলোচনায় ছিলেন রণবীর কাপুর। প্রেম, সম্পর্ক ও ভাঙনের নানা গল্পে তিনি দীর্ঘদিন ছিলেন শিরোনামে। অবশেষে ২০২২ সালে দীর্ঘদিনের প্রেমিকা ও সহ-অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন। তাদের কন্যা রাহা কাপুর-ভাট পরিবারের নতুন প্রাণকেন্দ্র।

সম্প্রতি ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করে নতুন মাত্রা যোগ করেছেন ক্যারিয়ারে। সামনে তার হাতে রয়েছে এস. এস. রাজামৌলীর পরিচালনায় একটি বিগ বাজেট অ্যাকশন সিনেমা এবং সঞ্জয় লীলা বনসালির নতুন প্রজেক্ট, যেখানে আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি।

ভক্তদের কাছে রণবীর কাপুর আজ শুধু স্টারকিড নন, বরং নিজস্ব দক্ষতায় বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা। জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা। সিনেমাপ্রেমীরা আশা করছেন, আগামী দিনে তার অভিনয় আরও নতুন রঙ যোগ করবে তাদের হৃদয়ে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন