শাহরুখের ‘কিং’ থেকে ফাঁস অ্যাকশন দৃশ্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:২১, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

‘বলিউডের বাদশাহ’ শাহরুখ খান আবারও আলোচনার কেন্দ্রে। তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং সেট থেকে নতুন কিছু দৃশ্য ফাঁস হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখ খানের হাতে একটি বন্দুক, যেন কাউকে লক্ষ্য করে তাক করা। পেছনে ডক বা জাহাজের ব্যাকড্রপে কালো স্যুট আর ডার্ক সানগ্লাসে তার এই লুক দর্শকদের মনে করিয়ে দিয়েছে জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজির দৃশ্যগুলো।
এই লিক হওয়া ছবি ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। অনেকেই বলছেন, শাহরুখের এই নতুন লুক নিঃসন্দেহে আসন্ন সিনেমায় আরও টানটান অ্যাকশনের ইঙ্গিত দিচ্ছে।
তবে ছবির নির্মাতারা শুরু থেকেই চাননি এসব দৃশ্য আগে থেকে প্রকাশ পাক। আগেও একবার ছবি সেট থেকে কিছু লুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, টিম ভক্তদের অনুরোধ জানিয়েছিল সেগুলো পুনরায় পোস্ট না করতে।
প্রথমে 'কিং' পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরে দায়িত্ব নেন পাঠান-খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর এই ছবির হাত ধরেই বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন শাহরুখ কন্যা সুহানা খান। ছবিতে তিনি থাকছেন বাবার শিষ্যের ভূমিকায়।
জানা গেছে, শাহরুখ অভিনয় করছেন এক অভিজ্ঞ খুনির চরিত্রে, যিনি সুহানাকে প্রশিক্ষণ দিচ্ছেন। বাবা-মেয়ের এই অনস্ক্রিন জুটি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের আগ্রহ তুঙ্গে।
এ ছাড়া শক্তিশালী কাস্টে আছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মা। ফলে ছবিটি যে অ্যাকশন, আবেগ আর হাই-ভোল্টেজ ড্রামায় ভরা একটি ভিন্ন অভিজ্ঞতা দিতে যাচ্ছে, তা বলাই যায়।
শাহরুখ খান সম্প্রতি 'জওয়ান' ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছেন। এবার কিং-এ আবারও দর্শকরা দেখতে পাবেন তার তুমুল অ্যাকশন অবতার। দেশ-বিদেশ জুড়ে চলছে ছবির শুটিং, এবং সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার।