৭৩ পেরিয়ে আত্মজীবনী লিখছেন অঞ্জন দত্ত
থাকবে ‘বেলা বোস’-এর আসল পরিচয়?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলা গানের জগতে নস্টালজিয়ার আরেক নাম ভারতের অঞ্জন দত্ত। কলকাতার পার্ক স্ট্রিটের কফিশপ থেকে দার্জিলিংয়ের পাহাড়, ইংরেজি থিয়েটার থেকে মৃণাল সেনের সিনেমা—জীবনের নানান বাঁকে বারবার নতুন রূপে হাজির হয়েছেন তিনি। এবার সেই বহুমুখী জীবনকেই নিজের কলমে ধরতে চলেছেন শিল্পী। ঘোষণা করেছেন, লিখছেন আত্মজীবনী।
নাটক থেকে গান, গান থেকে সিনেমা
অভিনয় দিয়ে যাত্রা শুরু, এরপর গান ও সিনেমায় সমান দক্ষতা দেখিয়েছেন অঞ্জন দত্ত। শুধু শিল্পী নন, তিনি জনপ্রিয় গীতিকার, গায়ক, পরিচালকও। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর গোয়েন্দা সুব্রত শর্মাকে নিয়ে একাধিক বই প্রকাশিত হয়েছে। পাঠকের ভালোবাসায় সেগুলোও পেয়েছে জনপ্রিয়তা। তবে এবার আসছে ভিন্ন স্বাদের লেখা—নিজেকে নিয়ে।
ফেসবুক পোস্টে আত্মজীবনীর খবর
ফেসবুক পোস্টে অঞ্জন লিখেছেন—“দেখতে দেখতে চার বছর কেটে গেল। আমার চার খানা গোয়েন্দা গল্প বেরিয়েছে। প্রকাশক প্রথম থেকেই বলেছিলো আত্মকথা লিখতে। তখন রাজি হইনি। কিন্তু এতদিনের সম্পর্ক, স্মৃতি, জয়-পরাজয়—সব কিছু মিলিয়ে এবার চেষ্টা করলাম প্রকাশকের শর্ত রাখার।”
তিনি আরও জানান, এই বছরে আর সুব্রত শর্মা বা ‘ড্যানি ডিটেকটিভ এজেন্সি’র নতুন গল্প আসবে না। বরং পাঠক এবার পাবেন তাঁর জীবনকথা।
অঞ্জনের ঘোষণায় আনন্দে ভরে উঠেছে ভক্তদের প্রতিক্রিয়া। এক নেটিজেন লিখেছেন—
“অবশ্যই লিখুন অঞ্জনদা। আপনার জীবনের অভিজ্ঞতা আমাদেরও প্রেরণা হবে। ব্যর্থতার পর উঠে দাঁড়ানো, বিখ্যাত-অখ্যাত মানুষের সান্নিধ্যের কাহিনী নিশ্চয়ই সমৃদ্ধ করবে।”
‘বেলা বোস’-এর আসল পরিচয় মিলবে?
সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে—এই আত্মজীবনীতে কি প্রকাশিত হবে ‘বেলা বোস’-এর আসল পরিচয়? অঞ্জনের সবচেয়ে জনপ্রিয় গানের নায়িকার রহস্য দীর্ঘদিন ধরেই বাঙালির কৌতূহল। পাঠকেরা তাই আশা করছেন, জীবনের নানা অধ্যায়ের পাশাপাশি হয়তো মিলবে সেই উত্তরও।