মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

| ১৪ আশ্বিন ১৪৩২

অভিনয়ের শুরুর দিকের টানাপোড়েনের কথা বললেন সাইফ আলি খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

অভিনয়ের শুরুর দিকের টানাপোড়েনের কথা বললেন সাইফ আলি খান

বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজের অভিনয় জীবনের শুরুর দিককার কঠিন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তারকা পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও জীবনের প্রথম দিকে তিনি আর্থিক সংকটে পড়েছিলেন। সেই সময়ই জীবনের এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হন তিনি।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ বলেন, মাত্র ২১ বছর বয়সে তিনি তার চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। এরপর ২৫ বছর বয়সে প্রথম কন্যা সারা আলির জন্ম হয়। এত অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে এসে পড়ে। তখন তার কাছে স্থায়ী কোনো আয় ছিল না।

সাইফের ভাষ্যে, অভিনয় জীবনের এক পর্যায়ে এক নারী প্রযোজক তাকে সাপ্তাহিক ১,০০০ রুপি দেওয়ার প্রস্তাব দেন। তবে এর জন্য শর্ত ছিল, প্রতি সপ্তাহে প্রযোজকের গালে টানা দশবার চুমু খেতে হবে। তিনি বলেন, “অর্থকষ্টে পড়ে তখন আমার সেই প্রস্তাব গ্রহণ করা ছাড়া উপায় ছিল না। চুমুপ্রতি ১,০০০ রুপি করে দিতেন তিনি। অথচ মানুষ ভাবে আমি নাকি শুরু থেকেই ভাগ্যবান।”

এই অভিজ্ঞতা জানিয়ে সাইফ আলি খান বোঝাতে চেয়েছেন, তারকা সন্তান হলেও জীবনের শুরুতে সংগ্রাম করতে হয়েছে তাকে। অর্থনৈতিক চাপই তাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিয়েছিল, যেখানে অনৈতিক প্রস্তাবেও না বলার সুযোগ ছিল না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন