মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

| ১৪ আশ্বিন ১৪৩২

সালমান খানের হুমকি নিয়ে বিবেকের বিস্ফোরক অভিযোগ

 ‘আমার বাবা-মা ও বোনকেও হুমকি দেওয়া হতো’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

 ‘আমার বাবা-মা ও বোনকেও হুমকি দেওয়া হতো’


বলিউডের জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয় সম্প্রতি পুরোনো এক কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে জানিয়েছেন, শুধু তিনি নন, তার বাবা-মা ও বোনকেও হুমকির মুখে পড়তে হয়েছিল। বিষয়টি ঘিরে বলিউডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল একসময়।

২০০৩ সালে একটি সংবাদ সম্মেলনে বিবেক প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, বলিউড সুপারস্টার সালমান খান তাকে একের পর এক হুমকি দিচ্ছেন। তখন ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন বিবেক। সেই সম্পর্ককে কেন্দ্র করেই সালমানের বিরূপ প্রতিক্রিয়া এবং হুমকির ঘটনা ঘটে বলে দাবি করেছিলেন তিনি। এ ঘটনার পর হঠাৎ করেই বলিউডে বিবেকের ক্যারিয়ারে বড় ধাক্কা লাগে।

বিবেক বলেন, “এখন আর এসব নিয়ে ভাবি না। তবে আমার বাবা-মা যেভাবে কষ্ট পেয়েছিলেন, তা ভুলে যাওয়া সম্ভব নয়। ওদের চোখের পানি আমি কখনো ভুলতে পারব না।” তিনি আরও জানান, কেবল তাকেই নয়, তার পরিবারের সদস্যদেরও ফোনে ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো।

ফলে ধীরে ধীরে বলিউডে তাকে একঘরে করা হয়। অনেক সিনেমা থেকে বাদ পড়তে হয়। সহকর্মীরা কাজ করতে অনীহা প্রকাশ করতেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বিবেক। অবসাদের কারণে অনেকটা সময় ক্যারিয়ারে বিরতি নেন। সেই সময়টিকে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি।

তবে তিনি জানান, অবশেষে মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে নিজের শক্তি ফিরে পান। ধীরে ধীরে আবার অভিনয়ে ফেরেন এবং নতুনভাবে ক্যারিয়ার শুরু করেন।

বর্তমানে বিবেক ওবেরয়কে শিগগিরই দেখা যাবে ‘মাস্তি ৪’ সিনেমায়। ১ মিনিট ২৪ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে বিবেকের পাশাপাশি আছেন রিতেশ দেশমুখ ও আরশাদ ওয়র্শি।

আরও পড়ুন