মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

| ১৪ আশ্বিন ১৪৩২

সেলেনা গোমেজের বিয়ে

বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পপ আইকন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পপ আইকন

হলিউডের জনপ্রিয় তারকা সেলেনা গোমেজ অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বিশ্বখ্যাত সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সপ্তাহান্তে একান্ত পারিবারিক অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়, যা পরে গোমেজ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

গোমেজ ও ব্ল্যাঙ্কোর সম্পর্কের শুরু ২০২৩ সালে। এর আগেও তারা একসঙ্গে কাজ করেছেন—২০১৫ সালে প্রকাশিত Same Old Love গান থেকে শুরু করে ২০১৯ সালের I Can’t Get Enough এবং ২০২৩ সালের Single Soon পর্যন্ত। অবশেষে তারা এ বছর যুগলবন্দীতে প্রকাশ করেন যৌথ অ্যালবাম I Said I Love You First, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
ডিসেম্বরে গোমেজ ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছিলেন, “forever begins now”—সেই ঘোষণার মাত্র কয়েক মাস পরই এসে গেল তাদের স্বপ্নের দিন।

সেলেনা গোমেজ এক সাক্ষাৎকারে বলেন, “যখন বেনি আমার দিকে তাকায়, আমি অনুভব করি সে আমাকে ঠিক আমার মতোই দেখে, যা খুবই বিরল।” অন্যদিকে ব্ল্যাঙ্কোও সবসময় গোমেজের সৃজনশীলতা ও দৃঢ় মনোভাবকে প্রশংসা করেন। টিকটক ও সামাজিক মাধ্যমে তাদের একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ ভক্তদের মন জয় করেছে।

গোমেজের ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফট তাদের বাগদানের সময় লিখেছিলেন, “yes I will be the flower girl.” এবারও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। গোমেজও সুইফটের বাগদানের সময় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কোর এই বিবাহ কেবল বিনোদন জগতের জন্য নয়, বরং তাদের ভক্তদের কাছেও এক আবেগঘন মুহূর্ত। সঙ্গীত থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে একে অপরের পাশে থেকে তারা যে পথচলা শুরু করেছিলেন, তা আজ পূর্ণতা পেল বিবাহবন্ধনে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন