মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

| ১৪ আশ্বিন ১৪৩২

রাজস্থানে আগুনে পুড়ে শিশুশিল্পী বীর শর্মা ও ভাইয়ের মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

রাজস্থানে আগুনে পুড়ে শিশুশিল্পী বীর শর্মা ও ভাইয়ের মৃত্যু


ভারতের রাজস্থানে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র ১০ বছর বয়সী শিশু অভিনেতা বীর শর্মা অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় তার বড় ভাই শৌর্য শর্মা (১৫) মৃত্যুবরণ করেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে কোটা শহরের একটি বহুতল ফ্ল্যাটে আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভোরে হঠাৎ করে ফ্ল্যাটের ড্রয়িংরুমে আগুন লাগে। ঘরে তখন দুই ভাই ঘুমিয়ে ছিলেন। আগুন পুরো ঘরে না ছড়ালেও ধোঁয়ার তীব্রতায় তারা অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ড্রয়িংরুম সম্পূর্ণ ভস্মীভূত হলেও ফ্ল্যাটের অন্য অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় শিশুশিল্পীর বাবা জিতেন্দ্র শর্মা ছিলেন একটি ভজন অনুষ্ঠানে এবং মা রীতা শর্মা মুম্বাইয়ে। ফলে বাসায় ছিলেন কেবল দুই ভাই। প্রতিবেশীরা ধোঁয়া বের হতে দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

অভিনয়জগতে বীর শর্মা খুব অল্প বয়সেই পরিচিতি পান। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বীর হনুমান’-এ তরুণ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিনোদন অঙ্গনে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন