টঙ্গীতে ম্যানহোলে নারীর মৃত্যু
৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামের এক নারীর মৃত্যু নিয়ে হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। আদালত স্থানীয় সরকার সচিব, গাজীপুর জেলা প্রশাসক, গাজী সিটি করপোরেশন কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীকে ৯০ দিনের মধ্যে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) করা রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ আসে।
আদালত রুল জারি করে জানতে চেয়েছে, টঙ্গীর ওই ম্যানহোল রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না। একইসঙ্গে এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও দেশের সব খোলা ড্রেন-ম্যানহোলে ঢাকনা ও সতর্কতামূলক চিহ্ন স্থাপনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।
গত ২৭ জুলাই রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাছনিম জ্যোতি। প্রায় ৩৭ ঘণ্টার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শালিকচূড়া বিলের কচুরিপানা থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা অভিযোগ করে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ম্যানহোলগুলো খোলা ছিল। কোনো সুরক্ষা বেষ্টনী বা সতর্কীকরণ চিহ্ন না থাকায় এর আগেও এক নারী একই জায়গায় পড়ে গিয়েছিলেন, যদিও স্থানীয়রা দ্রুত উদ্ধার করতে পেরেছিলেন।
ঘটনার পর গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে ব্লাস্ট আদালতে রিট করে। শুনানিতে ব্যারিস্টার আনিতা গাজী রহমানসহ কয়েকজন আইনজীবী আবেদনকারীর পক্ষে বক্তব্য রাখেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।
আদালত চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলেছে।একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিকারমূলক পদক্ষেপের বিষয়ে সরকারের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে।
আইনজীবীরা মনে করেন, এই ঘটনা শুধু এক নারীর মর্মান্তিক মৃত্যু নয়, বরং নগর ব্যবস্থাপনা ও জননিরাপত্তার ঘাটতির নগ্ন উদাহরণ। আদালতের নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে খোলা ড্রেন ও ম্যানহোল থেকে সৃষ্ট বিপদ অনেকাংশে রোধ করা সম্ভব হবে।