সুনামগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা স্থানে একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী, যাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামে। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশার চালক শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০) ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ও স্থানীয় জানায়, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সিলেট থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাঘেরকোনা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কেশবা প্রিয়া ও চালক সজল ঘোষ প্রাণ হারান। গুরুতর আহত প্রথমা চৌধুরীকে দ্রুত শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, মহাসড়কে অতিরিক্ত গতি ও অসতর্কতাই এ দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে পুলিশ তদন্ত শেষে বিস্তারিত জানাবে।