শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ভরি ১ লাখ ৯১ হাজার টাকা, ইতিহাসে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৫

ভরি ১ লাখ ৯১ হাজার টাকা, ইতিহাসে সর্বোচ্চ

বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দেশের ইতিহাসে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তির এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)
• ২২ ক্যারেট: ১,৯১,১৯৬ টাকা
• ২১ ক্যারেট: ১,৮২,৪৯৫ টাকা
• ১৮ ক্যারেট: ১,৫৬,৪২৬ টাকা
• সনাতন পদ্ধতি: ১,২৯,৭৯৭ টাকা

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সোনার আন্তর্জাতিক বাজারেও চলছে রেকর্ড ভাঙার পালা। এর আগে কখনো এক আউন্স সোনার দাম ৩ হাজার ৭০০ ডলার হয়নি। সর্বশেষ একদিনে ৩৪ ডলার বেড়ে এক আউন্সের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭০০ ডলারে। গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে প্রায় ৪০০ ডলার।

বাংলাদেশের বাজারে সর্বশেষ ২০ সেপ্টেম্বর দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। মাত্র দুই দিন পর দাম আবারও নতুন রেকর্ড গড়ল।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, মার্কিন শুল্ক নীতি ও ভূরাজনৈতিক অস্থিরতা ডলারের ওপর আস্থা কমিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সংঘাত ও বৈশ্বিক উত্তেজনায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি ঝুঁকছে বিভিন্ন দেশ। চীন ও ভারতসহ বড় অর্থনীতিগুলো রিজার্ভে সোনা বাড়াচ্ছে। খনি থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে ঘাটতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সোনার দাম বাড়ায় জুয়েলারি ব্যবসায় মন্দা দেখা দিয়েছে এবং দেশের সোনার বাজার ছোট হয়ে আসছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন