স্পেনের সামরিক ঘাঁটি দিয়ে ইসরায়েলে মার্কিন অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা
সমাজকালে ডেস্ক
প্রকাশ: ০১:২১, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৪৯, ১ অক্টোবর ২০২৫
ইসরায়েলের উদ্দেশ্যে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার নিষিদ্ধ করেছে স্পেন। দেশটির প্রভাবশালী দৈনিক এল পাইস নিশ্চিত করেছে যে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রোটা নৌঘাঁটি এবং মরোন বিমানঘাঁটি কোনোভাবেই এই কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
যৌথ সামরিক সহযোগিতা থাকা সত্ত্বেও মাদ্রিদ এই সিদ্ধান্ত নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষত, ইসরায়েলে সামরিক সরঞ্জাম সরবরাহের বিকল্প রুট খোঁজা এখন ওয়াশিংটনের জন্য জরুরি হয়ে পড়েছে।
রোটা ঘাঁটি স্পেনের সার্বভৌম নিয়ন্ত্রণাধীন হলেও প্রধানত মার্কিন সামরিক বাহিনী এটি ব্যবহার করে থাকে। তবে যে কোনো কার্যক্রম চালাতে হলে স্প্যানিশ কর্তৃপক্ষের অনুমোদন অপরিহার্য। স্পেন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ঘাঁটিগুলো তাদের সার্বভৌম ভূখণ্ড এবং বিদেশি স্বার্থে এগুলো ব্যবহার করা যাবে না।
বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক মহলে যে নৈতিক চাপ তৈরি হয়েছে, স্পেনের এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। এতে যুক্তরাষ্ট্রের ইসরায়েল-সহায়তা নীতিতে নতুন জটিলতা দেখা দিতে পারে।
