গাজায় ২৪ ঘণ্টায় ১৭০ বার বিমান হামলা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৮:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭০ দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি গাজা সিটি ও বিভিন্ন এলাকায় স্থল অভিযানও অব্যাহত রয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের ১৬২তম ডিভিশন গাজা সিটির ভেতরে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। সেনারা হামলার জন্য ব্যবহৃত কয়েকটি স্থাপনা ও অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে।
এ ছাড়া গাজা সিটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর ৯৮তম ও ৩৬তম ডিভিশন। গাজার উত্তরে ৯৯তম ডিভিশন ভূ-উপরিভাগ ও ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংসের কাজ করছে বলেও দাবি করা হয়।
সেনাবাহিনীর আরও দাবি, গত এক দিনে যুদ্ধবিমানগুলো ফিলিস্তিনি যোদ্ধাদের অবস্থান, সামরিক কাঠামো, অস্ত্রের গুদাম এবং অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে।
অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৫ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণে গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। খাদ্যাভাব, অপুষ্টি ও রোগব্যাধি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।