শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ব্রিটেন

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৯:৪১, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:১০, ২১ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ব্রিটেন

অবশেষে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। রবিবার (২১ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

স্টারমার বলেন, “শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা পুনর্জীবিত করতে, মহান ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিচ্ছি।”

এর মধ্য দিয়ে শিল্পোন্নত জি-৭ গোষ্ঠীর প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য।

কূটনৈতিক মহল মনে করছে, ব্রিটেনের এই সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বে নতুন আলোচনার জন্ম দেবে। লন্ডনের পথ ধরে শিগগিরই প্যারিস ও অটোয়া স্বীকৃতি দিতে পারে। পূর্ব ঘোষণামতে, চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স ও কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিতে পারে।

ব্রিটেনের এই ঘোষণায় স্পষ্ট অসন্তোষ জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানেই হামাসকে তাদের পাশবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পুরস্কৃত করা।”

স্বীকৃতি ঘোষণার আগে সকালে স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, “স্বীকৃতি দিলেই রাতারাতি ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয়ে যাবে না। তবে এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা জিইয়ে রাখা।”

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ফিলিস্তিন প্রশ্নে ব্রিটেনের এ সিদ্ধান্ত ঐতিহাসিক এবং এটি মধ্যপ্রাচ্যের চলমান অচলাবস্থা নিরসনে নতুন গতি আনতে পারে। তবে ইসরায়েল ও পশ্চিমা সমর্থকদের প্রতিক্রিয়া সামনের দিনগুলোতে বৈশ্বিক কূটনীতিতে বড় প্রভাব ফেলবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন