শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

শ্রীলঙ্কাকে হারিয়ে জিতে গেল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০১:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কাকে হারিয়ে জিতে গেল পাকিস্তান

ঠিক অতটা জমল না ম্যাচ। সুপার ফোরের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে পাকিস্তান। ১৮তম ওভারের শেষ বলে দুষ্মন্ত চামিরাকে বিশাল এক ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। 

এশিয় কাপের সুপার ফোর পর্বে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সালমান আলি আগার দলের জয় ৫ উইকেটে।

২ বল আগেই আরেকটি ছক্কা মেরেছিলেন পাকিস্তান ৮০ রানে পঞ্চম উইকেট হারানোর পর উইকেটে আসা নেওয়াজ। নেওয়াজ ২৪ বলে ৩৮ ও ৫৮ রানের অবচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে তাঁর সঙ্গী হুসেইন তালাত ৩০ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন।

ছক্কা মেরে রানটাকে ১৩৮ বানিয়ে ফেলায় নেট রান রেটে বাংলাদেশকে টপকে দুইয়ে উঠে এসেছে সুপার ফোরে প্রথম জয় পাওয়া পাকিস্তান। তাতে ফাইনাল খেলার আশা উজ্বল হলো পাকিস্তানের। আর শ্রীলঙ্কা পড়ে গেল অনেক `যদি’ `কিন্তুর’ মধ্যে। 

তবে গাণিতিকভাবে শ্রীলঙ্কার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। শ্রীলঙ্কাকে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে তাদের বাকি দুই ম্যাচেই জিততে হবে। সেই সঙ্গে হারাতে হবে ভারতকেও। তবে সেটি হতে হবে এমন ব্যবধানে, যাতে নেট রানরেটে ভারত ও পাকিস্তানকে টপকে যায়।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩৩/৮ (কামিন্দু ৫০, আসালাঙ্কা ২০, করুনারত্নে ১৭*, কুশল পেরেরা ১৫, হাসারাঙ্গা ১৫; আফ্রিদি ৩/২৮, তালাত ২/১৮, রউফ ২/৩৭)।

পাকিস্তান: ১৮ ওভারে ১৩৮/৫ (নেওয়াজ ৩৮*, তালাত ৩২*, সাহিবজাদা ২৪, ফখর ১৭, হারিস ১৩; তিকশানা ২/২৪, হাসারাঙ্গা ২/২৭)।

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: হুসেইন তালাত।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন