এশিয়া কাপ
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোর শুরু ভারতের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২:১২, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:১৪, ২২ সেপ্টেম্বর ২০২৫

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েই এশিয়া কাপের সুপার ফোরে যাত্রা শুরু করল ভারত। আভিশেক ও গিলের বিধ্বংসী জুটিতে উড়ে গেল পাকিস্তান। ১৭২ রানের লক্ষ্য নিয়ে ৭ বল হাতে রেখেই পাকিস্তানকে হারাল ভারত।
টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে ভারত। আগের রেকর্ডটা ১৬০। সেটি ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে।
দুবাইয়ে রবিবার (২১ সেপ্টেম্বর) রান তাড়ায় ভারতের উদ্বোধনী জুটিই ৯ দশমিক ৫ ওভারে তুলে ফেলে ১০৫ রান। ফিফটি থেকে ৩ রান দূরে থেকে বিদায় নেন শুবমান গিল। এরপর ৩ ওভারের মধ্যে ১৮ রানে পাকিস্তান ৩ উইকেট তুলে নিয়েছিল।
শেষ পর্যন্ত খেলেছেন ব্যাটার তিলক বর্মা। জুটি স্যামসন চলে যাওয়ার পর সঙ্গী হয় হার্দিক পাণ্ডিয়া। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নিয়ে যান ভারতকে। ভারতের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা।
সেই সঙ্গে পাকিস্তানকে টানা ৬ ম্যাচে হারিয়ে ইতিহাসও গড়েছে ভারত এই ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ।
টুর্নামেন্টে পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। পর দিন ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৭১/৫ (সাহিবজাদা ৫৮, সাইম ২১, নেওয়াজ ২১, ফাহিম ২০*; দুবে ২/৩৩)।
ভারত: ১৮.৫ ওভারে ১৭৪/৪ (অভিষেক ৭৪, গিল ৪৭, বর্মা ৩০*; রউফ ২/২৬)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।