৬৮৩ প্রভাষক নিয়োগ
৪৯তম বিশেষ বিসিএসের ভাইভা শুরু ২৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪১, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:১১, ১০ অক্টোবর ২০২৫

৪৯তম বিশেষ বিসিএসের ভাইভার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের রোডম্যাপ অনুযায়ী, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে।
এর আগে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী। তবে শেষ পর্যন্ত ঠিক কতজন অংশ নিয়েছেন, তা এখনো জানায়নি পিএসসি।
পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার ফল ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পরপরই ভাইভা নেওয়ার প্রস্তুতি শুরু হবে।
নিয়োগের বিবরণ
৪৯তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে ৬৮৩টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—
সরকারি সাধারণ কলেজ: ৬৫৩ পদ
সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ: ৩০ পদ
বিষয়ভিত্তিক শূন্যপদের মধ্যে—
বাংলা বিভাগে ৬১টি,
রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি,
ইংরেজিতে ৫০টি,
অর্থনীতিতে ৪০টি,
দর্শন ও রসায়নে ৩০টি করে,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি,
এবং অন্যান্য বিভাগেও পদ রয়েছে।
পরীক্ষা ও পরবর্তী ধাপ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ভাইভায় অংশ নিতে পারবেন। প্রতিটি ধাপে পিএসসি যথাযথ যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে।
সূত্রে আরও জানা গেছে, শিক্ষা ক্যাডারের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের কলেজগুলোর শিক্ষক সংকট নিরসনে তা বড় ভূমিকা রাখবে।