বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৫, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৪২, ৯ অক্টোবর ২০২৫

৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে ডাউনলোড করা প্রবেশপত্র আর বৈধ নয়—পরীক্ষার্থীদের অবশ্যই নতুন প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ অক্টোবর বিকেল ৪টা থেকে নতুন প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ চালু হয়েছে। শুধুমাত্র নতুন প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে।

পিএসসি জানিয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এটি এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে এবং পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র রাজধানী ঢাকায়।

শিক্ষা ক্যাডারে নিয়োগ
এই বিশেষ বিসিএসের মাধ্যমে ৬৮৩ জনকে শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি পদ রয়েছে।

বিভাগভিত্তিক পদসংখ্যা
বাংলা বিভাগে ৬১টি
রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি
ইংরেজিতে ৫০টি
অর্থনীতিতে ৪০টি
দর্শনে ৩০টি
রসায়নে ৩০টি
ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি

এ ছাড়া অন্যান্য বিভাগেও প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিশেষ বিসিএসের জন্য ৩ লাখ ১২ হাজারেরও বেশি আবেদনকারী অংশ নিচ্ছেন। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই নিয়োগের মূল লক্ষ্য দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর শিক্ষক সংকট নিরসন।

গুরুত্বপূর্ণ নির্দেশনা
আগে ডাউনলোড করা প্রবেশপত্র বাতিল

নতুন প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় প্রবেশ নিষিদ্ধ

শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা

১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি