শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

চ্যাটজিপিটির সাহায্যে ভার্জিনিয়ার নারী জিতলেন দেড় লাখ ডলারের লটারি

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৮:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০১:২৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫

চ্যাটজিপিটির সাহায্যে ভার্জিনিয়ার নারী জিতলেন দেড় লাখ ডলারের লটারি

আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। মিডলোথিয়ানের বাসিন্দা ক্যারি এডওয়ার্ডস নামের এক নারী কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টুল চ্যাটজিপিটি–এর সাহায্যে লটারির নম্বর বেছে নেন। ভাগ্যের চাকা ঘুরে তিনি জিতে নেন ১ লাখ ৫০ হাজার ডলার।

গত ৮ সেপ্টেম্বর ভার্জিনিয়া লটারির পাওয়ারবল ড্রয়ের জন্য একটি টিকিট কিনেছিলেন ক্যারি। মজা করে তিনি চ্যাটজিপিটিকে বলেছিলেন, “আমাকে কিছু নম্বর দাও।” আশ্চর্যের বিষয়, এআই যে নম্বরগুলো দিয়েছিল, তার মধ্যেই মিলে যায় চারটি প্রধান নম্বর এবং একটি পাওয়ারবল।

নিয়ম অনুযায়ী পুরস্কার ছিল ৫০ হাজার ডলার। তবে তিনি অতিরিক্ত এক ডলার দিয়ে “পাওয়ার প্লে” অপশন নিয়েছিলেন। এর ফলে পুরস্কার তিনগুণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার ডলার।

ক্যারি জানান, ফোনে বিজয়ের খবর পেয়ে প্রথমে তিনি ভেবেছিলেন প্রতারণার কোনো বার্তা এসেছে। পরে নিশ্চিত হয়ে যান যে তিনি সত্যিই বিশাল অঙ্কের অর্থ জিতেছেন। তিনি কৃতিত্ব দিয়েছেন চ্যাটজিপিটি এবং বলেছেন, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এমন সৌভাগ্য সম্ভব নয়।

অপ্রত্যাশিত এই অর্থ তিনি নিজের বিলাসিতায় ব্যয় না করে দান করার ঘোষণা দিয়েছেন। পুরো অর্থ যাবে তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে—

অ্যাসোসিয়েশন ফর ফ্রন্টোটেম্পোরাল ডিজেনারেশন : প্রয়াত স্বামীর রোগ সংক্রান্ত গবেষণা পরিচালনা করে।
শালোম ফার্মস: খাদ্য সঙ্কট মোকাবিলায় কাজ করে।
নেভি-মেরিন কর্পস রিলিফ সোসাইটি: সামরিক কর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়ায়।

ক্যারি বলেন, “এই আশীর্বাদ যখন আমার জীবনে এলো, আমি তখনই জানতাম কী করতে হবে। আমি চাই অন্যরাও যেন আশীর্বাদ ভাগ করে নেয়। তাই আমি সব টাকা দান করছি।”

আরও পড়ুন