গুগল কিবোর্ডে এআই রাইটিং টুলস
টাইপিং হবে আরও স্মার্ট, দ্রুত ও নির্ভুল
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৭:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের কিবোর্ড অ্যাপ জি-বোর্ডে যুক্ত হলো এআই-চালিত রাইটিং টুলস। নতুন এই ফিচার ব্যবহারকারীর টাইপিং অভিজ্ঞতাকে করবে আরও স্মার্ট ও নির্ভুল। দ্রুত টাইপিংয়ের পাশাপাশি এটি ব্যবহারকারীদের টাইপো সংশোধন ও সঠিক বাক্য গঠনে সাহায্য করবে।
গুগলের তথ্যমতে, এই টুলস বার্তাকে সংক্ষিপ্ত, আনুষ্ঠানিক কিংবা আরও অভিব্যক্তিপূর্ণভাবে সাজাতে সক্ষম। একই সঙ্গে জেমিনি ন্যানো মডেলের শক্তি ব্যবহার করে বানান ও ব্যাকরণগত ভুলও দ্রুত সংশোধন করবে।
বর্তমানে জেমিনি ন্যানোর মাল্টিমোডাল মডেল চালাতে সক্ষম ফোনেই এই ফিচার সক্রিয় করা যাচ্ছে। এর মধ্যে রয়েছে—কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট যুক্ত স্মার্টফোন।
স্যামসাং, ওয়ানপ্লাস ও শাওমির কয়েকটি মডেলে ইতোমধ্যেই এই ফিচার ব্যবহার শুরু হয়েছে। তবে গুগল এখনো সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি।
উল্লেখ্য, জেমিনি ন্যানো প্রথম চালু হয়েছিল পিক্সেল ৮ প্রো-তে, যেখানে এটি কেবল টেক্সট ইনপুটেই সীমাবদ্ধ ছিল। পরে এতে ছবি ও অডিও নিয়েও কাজ করার মাল্টিমোডাল সুবিধা যোগ হয়।
কীভাবে ব্যবহার করবেন
ব্যবহারকারীরা জি-বোর্ড চালু করলে প্রথমে একটি ছোট ফাইল ডাউনলোড হবে। একবার সক্রিয় হলে এটি কিবোর্ডের অন্যান্য শর্টকাটের মতোই ব্যবহার করা যাবে।
পিক্সেল ৯ থেকে পরবর্তী মডেলের ফোনে এই ফিচার ইংরেজি, চীনা, ফরাসি, ইতালীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় পাওয়া যাবে। তবে অন্য ব্র্যান্ডের ফোনে কতগুলো ভাষায় ফিচারটি চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।
গুগলের এই নতুন রাইটিং টুলস স্মার্টফোনে টাইপিং অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এটি শুধু দ্রুত লেখার সুবিধাই দেবে না, বরং আরও সঠিক, সুন্দর ও নির্ভুল বার্তা গঠনে সাহায্য করবে। ফলে ব্যবসায়িক যোগাযোগ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ—সবক্ষেত্রে এর প্রভাব পড়বে।