সৌর ব্যতিচারে ৮ দিন বিঘ্নিত হতে পারে টিভি সম্প্রচার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫

প্রাকৃতিক মহাজাগতিক ঘটনা 'সৌর ব্যতিচার'-এর কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে পরবর্তী আট দিন ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ ব্যবহারকারী টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রাকৃতিক মহাজাগতিক ঘটনার ফলে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৮১ মিনিট সম্প্রচারে সমস্যা হতে পারে।
সূর্য, স্যাটেলাইট এবং স্যাটেলাইটের আর্থ স্টেশন (ভূ-কেন্দ্র) একই সরলরেখায় চলে আসার ঘটনাকে সৌর ব্যতিচার বলে। এ সময় সূর্যের তীব্র বিকিরণের কারণে স্যাটেলাইটের সিগন্যাল গ্রহণ বাধাগ্রস্ত হয়, যার ফলে সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটে।
প্রতি বছর দুই দফায় কয়েক দিনের জন্য এই ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিএসসিএলের তথ্য অনুযায়ী, প্রতিদিন কয়েক মিনিটের জন্য এই সমস্যা দেখা দেবে।
সম্ভাব্য সময়সূচি নিচে দেওয়া হলো:
২৯ সেপ্টেম্বর: সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত (৩ মিনিট)।
৩০ সেপ্টেম্বর: সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট পর্যন্ত (৯ মিনিট)।
১ অক্টোবর: সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত (১২ মিনিট)।
২ ও ৩ অক্টোবর: প্রতিদিন সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত (১৩ মিনিট)।
৪ অক্টোবর: সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট পর্যন্ত (১২ মিনিট)।
৫ অক্টোবর: সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত (১১ মিনিট)।
৬ অক্টোবর: সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত (৮ মিনিট)।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বলছে, সৌর ব্যতিচারের সময়টা তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করবে।
দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেয়। ২ হাজার ৭৬৫ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ২০১৮ সালের মে মাসে উৎক্ষেপণ করা হয়।