ইসরায়েলি সেনাদের প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা মাইক্রোসফটের
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২৩:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর ওপর তাদের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মাইক্রোসফট। ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
গত সপ্তাহের শেষ দিকে মাইক্রোসফট ইসরায়েলি কর্তৃপক্ষকে জানায়, ইউনিট ৮২০০ তাদের শর্ত ভঙ্গ করে আজুর ক্লাউড প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের ফোনকলসহ বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করেছে। ফলে তাদের প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করা হয়।
গত আগস্টে দ্য গার্ডিয়ান, ইসরায়েল-ফিলিস্তিনি গণমাধ্যম +৯৭২ ম্যাগাজিন এবং হিব্রু ভাষার পোর্টাল লোকাল কল যৌথভাবে প্রকাশিত এক অনুসন্ধানে জানা যায়, প্রতিদিন গাজা ও পশ্চিম তীরের লাখো ফিলিস্তিনির ফোনকল সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণে মাইক্রোসফটের আজুর সেবা ব্যবহার করছে ইসরায়েলি সেনারা।
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা ও ইউনিট ৮২০০-এর তৎকালীন কমান্ডার ইয়োসি সারিয়েলের বৈঠকের পর এ প্রকল্প শুরু হয়। আজুরের বিশাল স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা কাজে লাগিয়ে ইউনিটটি ফিলিস্তিনিদের ব্যক্তিগত কথোপকথন রেকর্ড শুনতে ও বিশ্লেষণ করতে সক্ষম নতুন নজরদারি ব্যবস্থা তৈরি করে।
প্রকাশিত রিপোর্টের পর মাইক্রোসফট দ্রুত একটি বহিরাগত তদন্ত শুরু করে। তদন্তের প্রাথমিক ফলাফলে দেখা যায়, ইউনিট ৮২০০ কোম্পানির শর্ত ভঙ্গ করেছে। এর ভিত্তিতেই তাদের এআই ও ক্লাউড স্টোরেজ সেবায় প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়।