সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২২, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩৩, ৮ ডিসেম্বর ২০২৫

১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি

১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি। ছবি: বিএমইউ

আগামী ১ জানুয়ারি থেকেই ক্লাস শুরুর লক্ষ্য সামনে রেখে দ্রুতগতিতে এগোচ্ছে ৭ কলেজ নিয়ে গঠিত  ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চালু করার সরকারি উদ্যোগ। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অধ্যাদেশ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে, আর সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অংশ হিসেবে ২৫ ডিসেম্বর খসড়া অধ্যাদেশ নিয়ে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠক।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে অধ্যাদেশের খসড়া নথিটি বিস্তারিত পর্যালোচনা করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত, আইনি দিক, কাঠামোগত বিষয় এবং প্রশাসনিক সুপারিশ বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে সংশোধন যোগ করা হবে। সংশ্লিষ্ট সব সংস্থা সম্মতি দিলে খসড়াটি অনুমোদনের চূড়ান্ত ধাপের দিকে যাবে, এরপরই বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পথ খুলে যাবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে সিন্ডিকেটের ক্ষমতা, একাডেমিক কাউন্সিলের দায়িত্ব, শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ পদ্ধতি, শিক্ষাক্রম, গবেষণা কার্যক্রম পরিচালনা, আর্থিক স্বচ্ছতা—সব দিকেই বিস্তৃত নীতিমালা যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে উচ্চশিক্ষার পরিবেশ তৈরি করাই নীতিমালার মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া মাত্রই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তি, শ্রেণিকক্ষ প্রস্তুতি, শিক্ষক নিয়োগ ও লজিস্টিক ব্যবস্থাসহ বিভিন্ন প্রাথমিক কার্যক্রম চালু হবে। ইতোমধ্যে একাডেমিক কাঠামোর প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় বিভাগ খোলার বিষয়ে আলোচনাও এগিয়ে চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১ জানুয়ারি থেকেই প্রথম ব্যাচের ক্লাস শুরুর সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

রাজধানীতে উচ্চশিক্ষার চাহিদা দিন দিন বাড়ছে, ফলে নতুন একটি বিশ্ববিদ্যালয় চালুর উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। আধুনিক শিক্ষাক্রম, গবেষণা সুবিধা এবং সমসাময়িক বিষয়ে প্রশিক্ষণভিত্তিক পাঠদান—এসব প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর প্রস্তুতিতে রয়েছে।

অধ্যাদেশের চূড়ান্ত খসড়ায় কোনো পরিবর্তন আসে কি না এবং কবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়—এখন সেদিকেই নজর সবার।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম