জুয়েলারি ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৯:১২, ৩ ডিসেম্বর ২০২৫
নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত প্রাণতোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের স্বর্ণের দোকানের মালিক।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।
স্বজনদের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকান–লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাইরে ডাকেন। পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে তাকে বাইরে যেতে নিষেধ করলেও দুর্বৃত্তরা কৌশলে তাকে বাড়ির বাইরে এনে বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে তারা তাকে বুকে গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
