ভূমিকম্পে ঘোড়াশাল রেলসেতুর পিলারে ফাটল, আতঙ্ক
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৪:৫৫, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:১০, ২৩ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে ঘোড়াশাল রেলসেতুর পিলারে ফাটল। ছবি: সংগৃহীত
নরসিংদীর পলাশ উপজেলায় ভূমিকম্পে ব্রিটিশ আমলে নির্মিত ঘোড়াশাল রেলসেতুর দুই ও তিন নম্বর পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত ট্রেনযাত্রী ও স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত রেলসেতুটি দিয়ে দিনে অন্তত ১৬ জোড়া ট্রেন চলাচল করে। সেটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন।
শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার (২২ নভেম্বর) উপজেলায় টানা দুদিনের তিন দফা ভূমিকম্পে দুজনের প্রাণহানিসহ সরকারি ও বেসরকারি অন্য প্রতিষ্ঠানের দেয়াল ও মাটিতেও ব্যাপক ফাটল দেখা দিয়েছে। প্রথম দিন সকাল ১০টা ৩৮ মিনিটের ভূমিকম্পটিই ছিল বেশি শক্তিশালী ৫ দশমিক ৭ মাত্রার এবং উৎপত্তিস্থল ছিল পাশের মাধবদী উপজেলায়। সেদিনের ভূকম্পনটি সারা দেশে ছড়িয়ে পড়লে অন্তত আরও আটজন নিহত এবং ছয় শতাধিক আহত হন।
দ্বিতীয় দিনের ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল নরসিংদী ও পলাশেই। তবে পুরোনো রেলসেতুটির পিলারে ফাটল দেখা দেয় প্রথম দিনের ভূমিকম্পে বলে জানান ঘোড়াশালের ট্রেনযাত্রী তারেক মিয়া ও স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান। এতে আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে ফাটল মেরামতে যথাযথ ব্যবস্থা নিতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহবানও জানান তারা।
পাশের জিনারদী রেলস্টেশন মাস্টার বরকত হোসেন বলেন, ‘রেলসেতুর একটি পিলারে ফাটলের খবর জানতে পেরেছি। রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী জানান, খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে নিয়ে ঘোড়াশালের পুরোনো রেলসেতুটি পরিদর্শন করা হয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
