মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:১৯, ২১ অক্টোবর ২০২৫

মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী। এর মধ্যে রয়েছে ৩২টি তাজা ককটেল। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার গভীর রাতে বসিলা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, রাত সোয়া তিনটার দিকে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু হবে। সাংবাদিকদের জন্য ওই মুহূর্তটি সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে বলেও জানানো হয়।

সেনাবাহিনীর পাঠানো দুটি ছোট ভিডিওতেও দেখা যায়, তিনজন সন্দেহভাজনকে আটক করে গাড়িতে তোলা হচ্ছে। অন্য এক ভিডিওতে উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী সাবধানে গাড়িতে তোলার দৃশ্য ধারণ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন