কেন্দুয়ায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছাত্রদল নেতা উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪১, ২১ অক্টোবর ২০২৫

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় এক নাটকীয় ঘটনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম দিদারকে। তিনি গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে কেন্দুয়া–আঠারোবাড়ী সড়কের কালিয়ান এলাকার বাদল ভূঁইয়ার ইটখলার পাশে রাস্তার ধারে দিদারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার হাত-পা ও মুখ শক্তভাবে বাঁধা ছিল। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দিদারের চাচাতো ভাই হাসান বলেন, ‘গন্ডা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ বিরোধ চলছে। এর জের ধরেই বিরোধী পক্ষের কয়েকজন দিদারকে হত্যার হুমকি দিয়ে আসছিল।’
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এ হামলাকে কেন্দ্র করে উদ্বেগ বিরাজ করছে। অনেকে ধারণা করছেন, দলীয় কোন্দল বা পূর্বশত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছি। দোষীদের আইনের আওতায় আনা হবে।’
স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন, রাজনৈতিক বিরোধে এভাবে একজন তরুণ নেতার ওপর নৃশংস হামলা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত বিচার দাবি করেছেন।
এ ঘটনায় কেন্দুয়া উপজেলা জুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।