ভরণ-পোষণ না দিয়ে নির্যাতন
দুই ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৬, ১৭ অক্টোবর ২০২৫

মানিকগঞ্জের কেওয়ারজানি এলাকার ৭০ বছরের জহুরা বেগম এখন জীবনের শেষ প্রান্তে এসে তিনবেলা ভাতের সংস্থানহীন। একসময় যাদের কোলে-পিঠে মানুষ করেছেন, সেই দুই ছেলেই আজ তাকে ঘরছাড়া করেছে।এই অসহায় মা শেষমেশ আশ্রয় নিয়েছেন আইনের — নিজের দুই ছেলের বিরুদ্ধেই করেছেন মামলা।
বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় জহুরা বেগম অভিযোগ করেন, তিনি ও তার স্বামী আব্দুল গফুর মিয়া (৭৫) বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। দুই ছেলে জসিম (৫২) ও জাকির (৩৫) বহুদিন ধরেই বাবা-মায়ের খোঁজখবর রাখেন না; ভরণ-পোষণ বা চিকিৎসা–কোনোটিই দেন না।
স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে বহুবার সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর, গত ১৪ অক্টোবর বিকাল ৩টার দিকে খাবার চাইলে দুই ছেলে ও তাদের স্ত্রীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালাগাল ও কিল-ঘুষি, এমনকি জুতা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় দুই ছেলে জসিম ও জাকিরকে গ্রেপ্তার করা হলেও, আদালতে প্রেরণের কয়েক ঘণ্টা পর তাঁরা জামিন পান। কী শর্তে জামিন দেওয়া হয়েছে, তা জানা যায়নি।