সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

মানিকগঞ্জে মেলায় স্কুলছাত্র খুন

উৎসবের আনন্দে শোকের ছায়া

মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৫:১৪, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৫১, ১২ অক্টোবর ২০২৫

উৎসবের আনন্দে শোকের ছায়া

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল নদীর পাড়ে শনিবার রাতের মেলায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের কাফাটিয়া (খালপাড়) গ্রামের সৌদিপ্রবাসী মানিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় কাফাটিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
হঠাৎ ছেলের মৃত্যুতে প্রবাসফেরত মা আসমানি বেগম ও তার পরিবারের ওপর নেমে এসেছে গভীর শোকের ছায়া। পূজার উৎসবের আনন্দ মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে কান্নার স্রোতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেলার প্রবেশদ্বারে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী রাব্বির ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রাব্বি মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই মেলার উৎসব থেমে যায়, চারপাশে ছুটে আসে আতঙ্কিত জনতা।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, `কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।‘

নিহতের বাড়ি কাফাটিয়া খালপাড় এলাকায় এখন নেমে এসেছে নিস্তব্ধতা। স্থানীয়দের কেউ কেউ বলেছেন, `রাব্বি ছিল ভদ্র ও হাসিখুশি ছেলে। তাকে হারিয়ে সবাই হতবিহ্বল।‘
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন